জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: ঝালদায় কাউন্সিলার খুনে গ্রেফতার অভিযুক্তদের যেন জেলে থেকেই বিচার হয়। তারা যেন আর বাইরে বেরিয়ে না আসে দাবী তপন স্ত্রী পূর্ণিমার। বুধবার নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু একটি সাক্ষাৎকারে জানান আমার স্বামী তপন কান্দু খুনে গ্রেপ্তার অভিযুক্তদের যেন জেল থেকেই বিচার হয়। তারা যেন আর বাইরে বেরিয়ে না আসে। পাশাপাশি তিনি আরও বলেন ,তারা যদি জেল থেকে বাইরে বেরিয়ে আসে, তাহলে আরও কিছু ঘটনা ঘটার আতঙ্কে রয়েছি আমরা। ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার গ্রেফতার নরেন কান্দু, দীপক কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিকের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রসঙ্গে একথা বললেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু।
অন্যদিকে তিনি সিবিআই এর তদন্তকারী অধিকারিকদের কাছে অনুরোধ করেন, ঝালদা থানার আইসিকে যেন আরও জিজ্ঞাসাবাদ চালানো হোক এবং এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সকল দোষীদের যেন ফাঁসির সাজা হয়। প্রসঙ্গত, এদিন জেল হেফাজতের পর গ্রেফতার ৫ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার গ্রেফতার করা হয়েছিল এই পাঁচ অভিযুক্তদের। দীপক কান্দু ছাড়া বাকি চার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। তারপরই অভিযুক্তদের জেল হেফাজত হয়। অভিযুক্তদের জেল হেফাজতের সময়সীমা পূরণ হলে বুধবার ফের অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct