আপনজন ডেস্ক: হ্যাটট্রিক সব সময় আরাধ্য হয় না। টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া ব্যাটসম্যান কখনোই চাইবেন না প্রথম বলে আউট হওয়ার হ্যাটট্রিক করতে। বিরাট কোহলিও নিশ্চিত সেটি চাননি। তবে না চাইলেও আজ আইপিএলে হ্যাটট্রিকের ‘শঙ্কা’ মাথায় নিয়েই ব্যাটিংয়ে নামতে হয়েছিল ভারতের সাবেক অধিনায়ককে। আগের দুই ম্যাচে প্রথম বলে আউট হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান এবার ভাগ্য বদলাতেই কিনা ব্যাটিং-ক্রমও পাল্টে ফেললেন।এবারের আইপিএলে প্রথম আট ম্যাচেই তিনে নামা কোহলি পুনেতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামলেন ব্যাটিং উদ্বোধন করতে। ইনিংসের প্রথম বলটিও খেলেছেন টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের করা প্রথম বলটিতে কোহলি রক্ষণাত্মক খেলার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে সরস মন্তব্যও হলো, ‘ফার্স্ট বল সারভাইভড!’
পরের বলটাকে ব্যাক ফুটে খেলে মিডউইকেটের দিতে পাঠিয়েও রান না নেওয়া কোহলি ঠিক পরের বলে আউট প্রায় হয়েই গিয়েছিলেন। অন সাইডে খেলতে গিয়ে অল্পের জন্যই স্কয়ার লেগ ফিল্ডার ডেরিল মিচেলের ক্যাচ হননি আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। সেই কোহলি পরের দুই বলেই চার মেরে জাগিয়ে দেন এমসিএ স্টেডিয়ামের দর্শককে। ওভারের শেষ বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করাটাই অবশ্য ম্যাচে কোহলির শেষ সুখ স্মৃতি হয়ে ছিল। প্রসিধ কৃষ্ণার করা পরের ওভারের প্রথম তিনে রান নিতে ব্যর্থ কোহলি আউট হয়ে গেলেন চতুর্থ বলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct