আপনজন ডেস্ক: উত্তরাখন্ডের রুরকিতে অনুষ্ঠিতব্য ধর্ম সংসদে মুসলমানদেরকে লক্ষ্যবস্তু করতে সেটিকে বিদ্বেষ উৎসবে রূপান্তরিত করা উচিত নয়, মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে। সেই সঙ্গে এই মাসের শুরুতে অনুরূপ একটি ঘটনা নিয়ে হিমাচল প্রদেশকে নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ না করা হয়, তাহলে উত্তরাখণ্ডের মুখ্য সচিবকে দায়ী করা হবে। আমরা মুখ্য সচিবকে আদালতে তলব করব। সেই সঙ্গে রাজ্যের শীর্ষ আমলাকে রেকর্ড রাখতে বলা হয়েছে যাতে ‘ধর্ম সংসদ’-এ কোনও ধরনের “অপ্রীতিকর বিবৃতি” দেওয়া না হয়।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসরণ করতে হবে। উত্তরাখণ্ডের রুরকিতে বুধবারের ধর্ম সংষদ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্ধারিত অনুষ্ঠানের আগে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, একটি পৃথক শুনানিতে, সুপ্রিম কোর্ট এই মাসের শুরুর দিকে হিমাচল প্রদেশকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তৃতা ও হিন্দুদের সহিংসতার আশ্রয় নেওয়ার ডাক দেওয়া নিয়ে। এ নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। রাজ্য সরকারকে আমাদের জানাতে হবে যে কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না। আদালত বিজেপি প্রশাসিত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে কেন তারা উস্কানিমূলক বক্তাদের বিরুদ্ধে অবিলম্বে কোনও ধরনের ব্যবস্থা নেয়নি। আরও বলা হয় সরকারকে ৭ মের মধ্যে একটি হলফনামা দাখিল করে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমাদের জানাতে হবে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে উত্তরাখণ্ডের হরিদ্বারে তিনদিনের ধর্ম সংসদে বিদ্বেষ ভাষণ দিয়েছিলেন যতি নরহিংহানন্দ। তিনি মুসলিমদের বিরুদ্ধে হিন্দু যুবদের অস্ত্র হাতে তুলে নেওয়ার ডাক দিয়েছিলেন। তার জন্য তাকে গ্রেফতার করা হলেও তিনি পরে জামিন পান। তার এই বিদ্বেষ ভাষণ নিযে বিতর্কের সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct