আপনজন ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষে কয়েকশ বেকার মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করছে টোকিওর ওৎসুকা মসজিদ কর্তৃপক্ষ। বিকাল থেকেই মসজিদে খাবার প্রস্তুতে কাজে লেগে যান স্থানীয় জাপানিদের পাশাপাশি অভিবাসী বাংলাদেশ, ফিলিস্তিন, পাকিস্তান, ভারত ও শ্রীলংকার মুসলিম স্বেচ্ছাসেবীরা। অর্থনৈতিক মন্দার কারণে প্রতিদিন ইফতারের সময় জড়ো হন অনেকেই। মসজিদ কর্তৃপক্ষ এদের সবার মাঝেই ইফতার বিতরণ করে আসছে।ভারতীয় ও পাকিস্তানি স্বেচ্ছাসেবীরা রান্না করেন বিরিয়ানি, মুরগির মাংস ও ভাত। এসব প্যাকেট করেন অন্য স্বেচ্ছাসেবীরা। পরে এগুলো গাড়িতে করে বিতরণের জন্য নিয়ে যাওয়া হয় টোকিওর ইকেবুকুরো পার্কে। স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটের দিকে সেখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে এসব প্যাকেট করা ইফতার বিতরণ করা হয়। ৩০ মিনিটের মধ্যে এসব প্যাকেট বিতরণ হয়। স্বেচ্ছাসেবীদের মধ্যে পাকিস্তানের শের ফারুক একজন। তিনি অত্যান্ত বিনয়ের সঙ্গে টোকিওর পার্কে জড়ো হওয়া গৃহহীন ও বেকারদের মধ্যে এসব খাবার বিতরণ করে থাকেন। ইফতার বিতরণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন অনেক জাপানি শিক্ষার্থীও। মসজিদের ইমাম গণমাধ্যমকে বলেন, প্রতিদিন ইফতারে পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। করোনায় কাজ কারানো অনেক বেকার জাপানি এসে লাইনে দাড়াচ্ছেন ইফতারির প্যাকেটের জন্য। তবে, তাদের জন্য এ আয়োজন করতে পেরে অনেক খুশি মসজিদ কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct