এহসানুল হক,বসিরহাট,আপনজন: তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহতি ইফতার মাহফিলের আয়োজন করা হয় । বসিরহাট দু’নম্বর নম্বর ব্লকের ব্যবস্থাপনায়। এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে প্রায় দুই হাজার কর্মী সমর্থক যোগদান করেন। এই মহতী ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবর্গ থেকে শুরু করে এলাকার গুণীজনরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসিরহাটের উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট দু’নম্বর ব্লকের সভাপতি মিহির ঘোষ, মিনাখান বিধায়ক ঊষা রানী মন্ডল, চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, বসিরহাট আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা।
এদিন গুণীজন দের মধ্যে উপস্থিত ছিলেন পানিগোবরা দরবার শরীফের পীরজাদা মাসুম বিল্লাহ, উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অরগানাইজেশনের সম্পাদক আব্দুল্লাহ। ইফতার মাহফিলকে কেন্দ্র করে দোয়ার মাহফিল আয়োজন করা হয়। পাশাপাশি সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এদিন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি ও ব্লক সভাপতি মিহির ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল কংগ্রেস সব সময় সম্প্রীতির বার্তা বহন করেন। প্রতিবছর এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে এইরকম প্রোগ্রাম করা হয়। গত দুই বছর করোনার মহামারীতে প্রোগ্রাম থেকে আমরা বিরত ছিলাম। আজ বহু মানুষ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছিল উম্মাদনা। শুধু পুজোর সময় নয় প্রত্যেকটা অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়ে থাকি। যার মধ্যে এই ইফতার মাহফিল একটা অনন্য নজির সৃষ্টি করেছে। তারা স্মরণ করিয়ে দেন, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, আবার এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই আমরা মিলেমিশে এই বাংলায় বসবাস করছি। এই কোন আমাদের মধ্যে দ্বন্দ্ব। কাঁধে কাঁধ মিলিয়ে পুজো থেকে ঈদ সবাই উৎসব পালন করে থাকি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct