আপনজন ডেস্ক: ফিলিস্তিনের হেবরন শহরে পবিত্র কোরআন হিফজের ২০তম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ইসলামিক চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফিলিস্তিনের ১৩২ নারী ও পুরুষ হাফেজ অংশগ্রহণ করে। বর্ণাঢ্য এ সম্মাননা অনুষ্ঠানে ফিলিস্তিনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী সদস্য আহমদ আল তামিমি, সুপ্রিম ইসলামিক কাউন্সিল ও আল-আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরি, ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি শায়খ ওয়াফিক আলাবি, ইসলামিক চ্যারিটেবল সোসাইটির প্রধান জুওয়াইদ আল তামিমি, জেরুজালেমের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। শায়খ ইকরামা সাবরি বলেন, পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় এ ধরনের সম্মাননার উদ্যোগ খুবই প্রশংসনীয়। ফিলিস্তিন জাতি সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে একের পর এক সাফল্য ছিনিয়ে আনবে। আল-আকসা মসজিদ ও ইবরাহিমি মসজিদসহ জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি বাহিনীর দখলদারি ও সহিংসতা একদিন ব্যর্থ হবে। জুওয়াইদ আল তামিমি বলেন, পবিত্র রমজান মাসে অনাথ অভাবী মানুষের সেবায় এ সংস্থা কাজ করে যাচ্ছে। এতিম শিশুদের সহযোগিতা করতে ১৯৬১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct