আপনজন ডেস্ক: ইউক্রেনে রুশ অভিযানের দুই মাস হলো। রুশ সেনাদের হামলায় দেশটি বিপর্যস্ত হলেও প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেছেন, এই যুদ্ধে ইউক্রেন জিতবে। মার্কিন গণমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।ডেনিস শামিহাল বলেন, ‘আমরা পুরোপুরি নিশ্চিত যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা জয়ী হবো।’ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন, ২০২৩ পর্যন্ত ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলে ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই যুদ্ধে শিগগিরই ইউক্রেনের জয়লাভ নিয়ে মন্তব্য করেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct