নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: কথায় আছে নদীর তীরে বাস বিপদ বারোমাস! স্থানীয় নেতা ও পুলিশের মদতে হরিশ্চন্দ্রপুরের ফুলহর নদীর চর থেকে মাটি ও বালি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিহারের মাটি মাফিয়াদের বিরুদ্ধে। হরিশচন্দ্রপুরের বাসিন্দাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর-বিহার সীমান্তবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া অঞ্চল সংলগ্ন ফুলাহার নদী থেকে মাটি ও বালি চুরি করে নিয়ে যাচ্ছে বিহারের মাটি মাফিয়ারা। এতে মদত রয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে অভিযোগ। নেতা ও পুলিশ প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল হচ্ছে না। এইভাবে নদীর চর থেকে মাটি চুরি হয়ে গেলে আগামী বর্ষায় ফের নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা অনুজ মণ্ডল এ প্রসঙ্গে বলেন,“বিহারের লোক এসে উত্তর ভাকুরিয়া সংলগ্ন ফুলহর নদীর তীর থেকে মাটি চুরি করে বিহারে বিক্রি করছে।প্রতিবছর বন্যার জল নামার পর থেকেই বিহারের মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে ওঠে।প্রতিদিন এই ঘটনা চোখের সামনে দেখেও আমরা কিছু করতে পারি না।কারণ,পঞ্চায়েত প্রধান,পঞ্চায়েত সদস্যরা মিলিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে।পুলিশেরও কিছু কমিশন আছে। প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এভাবে মাটি চুরির ফলে প্রতিবছর বন্যায় ভাঙন হচ্ছে। হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি এপ্রসঙ্গে বলেন, “বাংলা থেকে মাটি বিহারে পাচার হবে এটা আমরা বরদাস্ত করব না।যদি পঞ্চায়েত প্রধান,সদস্যরা এই কাজে জড়িত থাকেন,তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct