রঙিলা খাতুন,বড়ঞা,আপনজন: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের প্রত্যন্ত এলাকা, শ্রীহট্ট গ্রামের বাসিন্দা বিদ্যুৎ ভল্লা। বিদ্যুৎ ভল্লা শারীরিকভাবে অসুস্থ ও একশো শতাংশ প্রতিবন্ধী। বিদ্যুৎ বাবু পান না সরকার নির্দেশিত কোনো রকম প্রতিবন্ধী ভাতা। কিন্তু প্রাপ্য প্রতিবন্ধী ভাতা থেকে কেন বঞ্চিত বিদ্যুৎ ভল্লা, তা জানেন না তিনি নিজেও। বছর ছত্রিশের বিদ্যুৎ ভল্লা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার। অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় অর্থাভাবে তাঁর চিকিৎসা করাতে পারেননি পরিবারের লোকজন। ফলে বর্তমানে একশো শতাংশ প্রতিবন্ধী বিদ্যুৎ ভল্লা। এই অবস্থায় বারবার আবেদন সত্ত্বেও কোনো রকম সরকারী সাহায্য না মেলায় একরকম অনাহার বা অর্ধাহারেই দিন কাটাতে হচ্ছে তাঁকে। স্বামীর মৃত্যুর পর মা গীতা রানী ভল্লা ভিক্ষা করেই ছেলেকে আগলে রেখেছেন। প্রতিবন্ধী ছেলের প্রতিদিনের কাজ সম্পূর্ণ করে গীতা দেবী বেরোন ভিক্ষার জন্য।আর তা থেকে যেটুকু উপার্জন হয় সেটা দিয়েই কোনক্রমে দিনযাপন চলছে মা ও ছেলের। ফলে আধপেটা খেয়ে থাকা বা না খাওয়াই নিত্যসঙ্গী তাঁদের। মহামান্য সরকারের কাছে তাঁদের আবেদন, সরকার যদি কোনোভাবে দৈনন্দিন পেট ভরানোর ও মাথাগোঁজার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে হয়তো একটু হলেও ভালো কাটত বিদ্যুৎ ও তাঁর মায়ের আগামীর দিনগুলো। যদিও এই ব্যাপারে নিউজ ১৮ লোকালের পক্ষ থেকে বড়ঞা ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করা হলে বিডিও মণীশ নন্দী জানান, সংবাদ মাধ্যমের কাছ থেকেই এই ঘটনার কথা জানতে পেরেছি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct