তোমার জন্য (রুমী খান)
তোমার জন্য চোখে বৃষ্টি
হৃদয়ে রক্তক্ষরণ
তোমাকে না পাওয়ার শোক
আমার আনে যে মরণ।
তোমার জন্য সকাল সন্ধ্যা
এখনো যে অপেক্ষায়
সন্ধ্যা তারা নিবে যে যায়
তোমায় না পাবার আশায়
বকুল ফুলের মত করে
জীবনে থেকো প্রিয়
তুমি ছাড়া জীবন আমার
শুধুই যে মরুময়।
----------------------------------------
মাগফিরাত (রাজীব হাসান)
রমজানের দ্বিতীয় দশক
ক্ষমা প্রার্থনার দিন
মাগফিরাতে চাইছি খোদা
মিটাতে সকল ঋণ।
ভালো কাজে সাহস জোগাও
খারাপ থেকে দূরে
তোমার পথে ঈমান যেন
থাকে সবটা জুড়ে।
তোমার দ্বীনে কবুল করে
নিও আল্লাহ মহান
এই দুনিয়ার মালিক তুমি
বাদশা দো-জাহান।
------------------------------
ঝড়ের কথা (বারী সুমন)
শন শন বাতাসে
চারদিক কেঁপে যায়
এই বুঝি এলো ঝড়
ভাঙা ঘর দোল খায়।
বাতাসের ঝাপটায়
সাথে পড়ে শিলা
শিমুলের গাছ থেকে
উড়ে যায় তুলা।
কাঁঠালের পাতায়
টুনটুনির বাসা
ঝড় শেষে রোদ উঠবে
এই মনে আশা।
------------------------------
কন্যা তুমি (লুৎফুর রহমান)
বিদেশে গিয়ে কন্যা তুমি
ভুলে গেছো আমারে
রং-বেরংয়ের চশমা পরে
ঘুরছো দেশ দেশান্তরে।
মনে কি পড়ে কন্যা তোমার
পুরানো স্মৃতির কথা
অল্প সুখে ভুলে গেছো
ভালোবাসার ব্যাথা।
অনেক দিনের ভালোবাসা
দিয়েছো তুমি কবর
এই ছিল কি তোমার মনে
নিলে না তো খবর।
--------------------------------
শুভ নববর্ষ (বিচিত্র কুমার)
নতুন সূর্যে নতুন আলো
নতুন দিন আসুক ভালো,
নতুন সুরে নতুন গানে
নতুন বর্ষ কাটুক ভালো।
এই আশাতে এই বিশ্বাসে
কাটুক বিষাদ আসুক হর্ষ
প্রতিটা দিনে প্রতিটা ক্ষণে
সমৃদ্ধ হক শুভ নববর্ষ।
---------------------------------
কথা ছিলো (প্রণব কুমার)
কথা ছিলো তোমাকে পেলে আমি আর কবিতা লিখবোনা
কলমের বুক থেকে ক্ষরণ করবোনা
এক পরমানু কালি।
কথা ছিলো একমুঠো তোমাকে পেলে
আমি হবো উদ্যম পুরুষ
তুমি হবে আমার চাঁদের জোৎস্না।
কথা ছিলো তোমাকে আমার করে পেলে
বলবোনা পাগলের প্রলাপ অকারণ।
তোমাকে পেলে আকাশে উড়াবো বিজয় নিশান
তোমাকে পেলে শান্তির কপত উড়িয়ে
করবো প্রেম দিবসের উদযাপন।
শুধু তোমাকে একটা বার পাবার জন্য
চাতকের মত চেয়ে থাকি।
তোমাকে একটিবার পেলে
আমার কবিত্ব দেবো বিসর্জন,
শুধু তোমাকে একবার কাছে পাবার জন্য
রুদ্রের মত করেছি অক্লিষ্ট সাধন।
তুমি আছো অথচো তুমি নেই
তুমি ভালোবাসো অথচো ভালোবাসোনা
রুশ বাহিনীর দখল করেছে
আমার প্রিয়তমা কিয়েভ নগর।
-------------------------------------
শঙ্খ স্মরণ (আজিবুল সেখ)
তোমাকে হারাবো ভাবিনি,
কারণ, তুমি হারাতে পারো না।
তোমার প্রেরণা নিভে যাবে ভাবিনি,
কারণ, এ প্রেরণা কখনও নেভার নয়।
তোমার প্রেরণাই তোমার অমরত্ব,
তোমার শঙ্খ ধ্বনি ধ্বনিবে
গ্রাম বাংলার সন্ধ্যাকাশে যুগে যুগে।
তুমি বাঁচবে আমাদের স্মৃতিপটে,
অমর হবে শঙ্খ তুমি
লাল পশ্চিম গগনে চন্দ্রিল টিপ হ’বে,
তুমি ছিলে তাই কবিতা আজও বাঁচে।
আমার প্রেরণা তুমি
তোমার লেখনী স্বপ্ন দেখায়,
আজও গভীর রাতে হাতছানি দেয়।
তুমি শঙ্খ অমর কবি.....
থাকবে তুমি চিরভাস্বর তরুণ মনে,
বাঁচবে তুমি, বাঁচবে সৃষ্টি,
হবে তুমি কালজয়ী, হবে অমরত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct