আপনজন ডেস্ক: গতবছর ম্যারাথনে সোনা বিজয়ী হয়েছিলেন বুলটি রায়। তিনি জাতীয় স্তর থেকে উঠে এসে এশিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আর্থিক অসহায়তার কারণে তিনি সেই সুযোগ প্রায হারাতে বসেছেন। এর ফলে তিনি মর্মাহত হয়ে পড়েন। সেই সময় তার পামে এগিয়ে এলেন স্বেচ্চাসেবী সংস্থা ‘পরশ’-এর কর্ণধার শম্পা ঘোষ। একটি দৈনিক সংবাদমাধ্যমে তার অসহায়তার কথা জানতে পেরে তিনি বুলটি রায়ের কাছে ছুটে যান এবং তার স্পোর্টস জুতো থেকে আরম্ভ করে ট্রেনের টিকিট ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ প্রত্যেকদিনের যে প্রোটিন জাতীয় খাবার তারও কিছু অংশ সরবরাহ করেন। শ্শম্পা গোষ জানান, তার উদ্দেশ্যে একটাই যাতে জাতীয় স্তরের এরকম খেলোয়াড় হারিয়ে না যায়। এখন বাংলা থেকে সে খেলতে যাবার জন্য প্রস্তুত। আগাম শুভেচ্ছা জানিয়ে শম্পা ঘোষ জানান সে যদি যেতে না পারত তাহলে তা দেশের এবং আমাদের সমাজের লজ্জা। তাই আমি সাধ্যমত চেষ্টা করেছি পরশের পক্ষ থেকে আমরা তাকে তুলে দিয়েছি তার প্রয়োজনীয় সরঞ্জাম। তার আশা বুলটি রায় নিশ্চয়ই দেশের মুখ উজ্জ্বল করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct