জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: পথ আটকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে।শনিবারের ওই ঘটনায় পুলিসে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে নিদির্ষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার ঝালদার নিহত কাউন্সিলর তপন কান্দুর একমাত্র ছেলে দেব কান্দু পুলিশের কাছে অভিযোগ জানান , বাজার থেকে ফিরছিলাম। ফেরার পথে তার পথ আটকান ভীম তেওয়ারি নাম এক ব্যক্তি ও তাকে প্রাণ নাসের হুমকি দেওয়া হয় বলে পুলিশ কে জানিয়েছেন তিনি। উল্লেখ ১৩ ই মার্চ তপন খুন হওয়ার পর তার স্ত্রী পূর্ণিমা জেলা পুলিশ সুপার এর কাছে যে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে আর বাকিদের সঙ্গে নাম ছিল এই ভীমের। তপন খুনের ঘটনার শুরুতে তদন্ত শুরু করেছিল পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। জিজ্ঞাসাবাদের জন্য ভীম কে কয়েকবার ডেকে পাঠিয়েছিল তারা। সিবিআই শিবিরেও ডাক পড়েছিল ভীমের। স্থানীয় সূত্রে খবর ভীম তৃণমূলের সক্রিয় কর্মী বলেই এলাকায় পরিচিত।পৌরসভা নির্বাচনে ১২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাগিনী সাও এর প্রচারে প্রতিটি ক্ষেত্রে প্রথম সারিতে দেখা গিয়েছিল বলে জানাচ্ছেন তৃণমূলের নিচু তলার কর্মীদের একাংশ। যদিও তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন ,ভীম দলের কোন পদে নেই এই ঘটনার সঙ্গে দলের কোন যোগ নেই বলে জানিয়েছেন তিনি।তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি ভীম। তার দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।পুরো ঘটনা নিয়ে তোলপাড় ঝালদার রাজনৈতিক মহল।পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর দাবি, তপন খুনের ঘটনায় তৃণমূল জড়িত সেটা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হয়েছে।রবিবার বিকেল নাগাদ শিবিরে আসেন তপন স্ত্রী পূর্ণিমা। বেরিয়ে তিনি বলেন , আমার ছেলেকে হুমকি দেওয়া হয়েছে ওই মর্মে থানাতে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেই বিষয়টি সিবিআই এর আধিকারিকদের জানাতে এসেছিলাম। তারা বিষয়টা দেখবেন বলে আমাকে আশ্বস্ত করে গিয়েছেন।ঘটনা নিয়ে দেবের দাবি ,বাজার থেকে ফেরার পথে পথ আটকে তাকে হুমকি দেওয়া হয় বলে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct