আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজন খুন হওয়া পরিবারের সঙ্গে রবিবার সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পাঁচ সদস্য দোলা সেন, জ্যোৎস্না মাণ্ডি, মমতাবালা ঠাকুর, সাকেত গোখল ও ললিতেশ ত্রিপাঠী। তারা চরম সমালোচনা করলেন যোগী সরকারের। সেই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাারা অভিযোগ করেন, যোগী আদিত্যনাথের হাতে রক্তের দাগ রয়েছে। উল্লেখ্য, প্রয়াগরাজের থরভই থানা এলাকার খেবরাজপুর গ্রামে ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন করা হয়। তা নিয়ে তোলপাড় সারা দেশ। এই ঘটনায় জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি-ঘরও। ঘরের বাইরে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে বিশেষভাবে সক্ষম মেয়ে ও পুত্রবধূর মৃতদেহ। ধর্ষণে বাধা দেওয়ায় গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হতে পারে বলে সন্দেহ পুলিশের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct