নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। জানা গেছে, এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা করা হতে পারে। প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। এর অন্যতম মূল কারণই হল বেহাল নিকাশি ব্যবস্থা। নর্দমায়, হাই ড্রেনগুলোতে প্লাস্টিক জমে থাকার ফলে নিকাশির সমস্যা হয়। এরজন্য মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করছেন পুর কর্তৃপক্ষ। এবার বর্ষায় জলযন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে আগেভাগেই নেমে পড়েছে হাওড়া পুরসভা। প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এবং প্লাস্টিক নর্দমায় না ফেলার জন্য সচেতনতামূলক প্রচার চালানো ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পরবর্তী পর্যায়ে এবার টাস্ক ফোর্স গঠন করা হবে। বিভিন্ন বাজার দোকানেও পুরনিগমের তরফ থেকে অভিযান চালানো হবে। এবং এক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতা উভয়ের ক্ষেত্রেই জরিমানা করা হবে। পলিপ্যাক বিক্রি করলে পাঁচশ টাকা জরিমানা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct