আপনজন ডেস্ক: এবার দাম বাড়তে চলেছে সুইজারল্যান্ডের প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক কোম্পানি নেসলের বিভিন্ন দ্রব্যের। খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ইঙ্গিত দিল কোম্পানিটি। এরই মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে কিটক্যাট এবং নেসকুইকের দাম ৫ শতাংশের বেশি বাড়িয়েছে নেসলে। এই দাম বৃদ্ধির ফলে বছরের প্রথম প্রান্তিকে নেসলের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। নেসলের মার্ক শ্নেইডার বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছর আরও দাম বৃদ্ধি এবং পরিস্থিতি প্রশমনের কিছু ব্যবস্থা নিতে হতে পারে। জাতিসংঘের খাদ্য মূল্য সূচক অনুযায়ী, ৬০ বছর আগে এ সূচক চালুর পর থেকে বিশ্বব্যাপী এখন খাদ্যপণ্যের দাম সর্বাধিক। এদিকে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ৩০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে। যেখানে বিদ্যুৎ, জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, বিপরীতে মানুষ পারিবারিক ব্যয়ের বাজেট সংকোচন শুরু করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct