নিজস্ব প্রতিবেদক,পটাশপুর,আপনজন: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রামে গ্রাম কমিটির এক নির্দেশ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রসঙ্গত গ্রামের বাসিন্দা তপন বিশাইয়ের বাড়িতে পুজো উপলক্ষে গ্রামের সকল মানুষদের ভোগ খাওয়ার আয়োজন করেন। কিন্তু ভোগ খাওয়ার জন্য গ্রাম কমিটির সদস্যদের ডাকা হয়নি এমনকী কমিটির কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে গ্রাম কমিটির পক্ষ থেকে নিদান জারি করা হয়, এই অনুষ্ঠানে কোনও গ্রামবাসীর যাওয়া যাবে না। ওই নিদানে বলা হয় গ্রাম কমিটির এই নির্দেশ অমান্য করে যদি কেউ ওই অনুষ্ঠানে উপস্থিত হয় তাহলে তাকে গ্রাম কমিটির আদেশ অমান্য করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই ঘটনায় আমন্ত্রণকারী পরিবারের সদস্যরা বিচার চেয়ে প্রতিবাদে নামেন। গ্রামের মন্দিরের সামনে যাবতীয় খাবার নিয়ে বসে পড়েন তারা ধর্নায়। তাদের সঙ্গে প্রতিবাদে শামিল হন গ্রামের বাসিন্দারাও।
এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন পটাশপুরের বিডিও শঙ্কু বিশ্বাস ও পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। পরিবারের সদস্য তপন বিশাই বলেন, “বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান ছিল তাই গ্রামের দু’হাজার লোকের রান্না করা খাবার পরিবেশন করার জন্য আয়োজন করা হয়েছিল। গ্রাম কমিটি একটি মিটিং বসিয়ে নিদান জারি করে। তাতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হয় গ্রামের কেউ আমাদের বাড়িতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে গেলে তার পাঁচ হাজার টাকা জরিমানা হবে। এই ঘটনায় পটাশপুর থানার পুলিশ গ্রাম কমিটির ৮ জনকে গ্রেপ্তার করেছে। ২ জন পলাতক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct