আপনজন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন নিয়ে যেকোনো শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা কুমিরের সঙ্গে আলোচনার মতো। বরিস জনসন আরো বলেছেন, পুতিনের সঙ্গে আলোচনাটা এমন যেন ‘কুমির আপনার পা কামড়ে ধরেছে’। ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা অত্যাবশ্যক বলেও মন্তব্য করেছেন বরিস জনসন। বরিস জনসন বলেছেন, তার (পুতিনের) কৌশল এখন একেবারে স্পষ্ট, তা হচ্ছে- ইউক্রেনের যতটা সম্ভব জায়গা দখল করে নেওয়া এবং শক্তিশালী অবস্থানে থেকে কোনো ধরনের আলোচনায় বসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct