আপনজন ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিজে নামেন, ২৯ বলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫২ রান। ‘পুরোনো’ দিনের ধোনির জন্য আদর্শ মঞ্চ। শেষ ওভারের আগপর্যন্ত অবশ্য ডোয়াইন প্রিটোরিয়াসই এগিয়ে নিচ্ছিলেন চেন্নাইকে। যশপ্রীত বুমরার ১৯তম ওভারে ১১ রানের পর শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটের প্রথম বলে এলবিডব্লু হলেন ১৪ বলে ২২ রান করা প্রিটোরিয়াস, পরের বলে ডোয়াইন ব্রাভো স্ট্রাইক ফিরিয়ে দিলেন ধোনিকে। ধোনি এরপর ফিরিয়ে আনলেন পুরোনো দিন। উনাদকাটের পরের চার বলে তাঁর স্কোরিং শট এমন—ছয়, চার, দুই, চার। উনাদকাট, রোহিত শর্মাদের অসহায় বানিয়ে ১৫৫ রান তাড়ায় শেষ বলে গিয়ে চেন্নাইকে জেতালেন ধোনি। ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেল চেন্নাই, সাত ম্যাচ শেষেও জয়শূন্যই থাকল মুম্বাই। ছয় ম্যাচে জয়শূন্য মুম্বাই ইন্ডিয়ানস, একটি জয় চেন্নাই সুপার কিংসের। এমন সমীকরণ নিয়ে নাবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের শুরুটা হয়েছিল জয়শূন্য দলের মতোই। ৩ ওভারের মধ্যে ২৩ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট। মুকেশ চৌধুরীর শিকার হওয়ার আগে রোহিত ও ঈশান কিষান কোনো রানই করতে পারেননি, ব্রেভিস করেছেন ৪ রান। আইপিএলে এ নিয়ে ১৪ বার শূন্যতে ফিরলেন রোহিত, এ টুর্নামেন্টে যেটি রেকর্ড। অষ্টম ওভারে ২১ বলে ৩২ রান করা সূর্যকুমার যাদবকেও হারায় মুম্বাই। এরপরও রোহিতের দল শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান তোলে মূলত তিলক বর্মার অপরাজিত ৫১ রানের ইনিংসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct