আপনজন ডেস্ক: তিনটি পৃথক বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল, বালখ প্রদেশের মাজার-ই-শরিফ এবং কুন্দুজ প্রদেশের কুন্দুজ সিটি। বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে। এ খবর দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানী কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট-৫ (পিডি৫) এলাকায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দুটি শিশু সামান্য আহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে মাজার-ই-শরিফের শেহ দোকানের একটি মসজিদে। নামাজ চলাকালীন এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আবু আলি সিনা-ই-বালখ জেলা হাসপাতালের প্রধান গউসউদ্দিন আনসারি জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা অনেক।সূত্র জানাচ্ছে, আবু আলি সিনা-ই-বলখি জেলা হাসপাতালে ইতোমধ্যে ৩১টি লাশ ও ৮৭ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। এদিকে, কুন্দুজের প্রাদেশিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র উবায়দুল্লাহ আবিদি সেখানকার সরদাওয়ার এলাকায় একটি বিস্ফোরণের কথা জানান। তিনি আরও বলেন, মসজিদে হামলায় ভুক্তভোগীদের অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই হামলা ছাড়াও উত্তর আফগান শহর কুন্দুজে আরও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের বেশি হতাহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। তবে এসব হামলার এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct