নাফিসা ইসমাত,আপনজন : ছাত্র-ছাত্রীদের দক্ষতা বা পারদর্শিতা কার কোন দিকে তা জানবে কীভাবে, তা জানার প্রয়োজনীয়তা কী এবং আগামী দিনে তা কীভাবে কাজে লাগতে পারে - গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে বর্তমান প্রজন্ম। সে কথা মাথায় রেখে অনুসন্ধান কলকাতা আয়োজন করেছিল বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আজ বৃহস্পতিবার এক সান্ধ্যকালীন অনলাইন আলাপচারিতা। এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার গুণীজনেরা।
আলোচনায় উঠে আসে বর্তমান সময়ের নানান কথা, ভালো-মন্দ দুরকমই। প্রায়শই শোনা যায়, অনেকে ভালো রেজাল্ট করে কিংবা বিভিন্ন কোর্স করার পরও চাকরিতে সুযোগ পাচ্ছে না। গুরুত্বপূর্ণ এই প্রশ্ন প্রসঙ্গে যেকথা আলোচনায় উঠে আসে, তা এ রকম, আমাদের পড়াশোনা, আমাদের যাবতীয় শিক্ষা থেকে আমরা যে জ্ঞান লাভ করি, তা কতটা বাস্তবমুখী হচ্ছে সে বিষয়ে আমাদের নিজেদেরকে আরও যত্নবান হতে হবে। কেবলমাত্র অপরের উপর ভরসা করে নয়, নিজেরাও আমরা বুঝে নিতে পারি, শিক্ষার মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করছি, তা সত্যিই কতটা দৈনন্দিন সমস্যার সমাধানে কাজে লাগাতে পারছি। প্রকৃতপক্ষে নিজেদেরকে যতটা আমরা চিনতে পারব, ততটাই আমাদের নিজেদের জন্য কল্যাণ। এছাড়াও আলোচনায় উঠে আসে, নির্দিষ্ট সময়ে সিদ্ধান্তে পৌঁছানোর বিশেষ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা তা যাচাই করতে হবে নিজেদেরকেই, সেই প্রসঙ্গও। কারণ, সময় একটি মূল্যবান বিষয়। এদিন আলাপচারিতায় উঠে আসে অ্যাপটিটিউড টেস্ট-এর গুরুত্বের কথা। সময়ের মধ্যে নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারছি কিনা, আমার অ্যানালিটিক্যাল মাইন্ড কতটা কাজ করছে, এসমস্ত প্রশ্নের উত্তর এই ধরনের পরীক্ষার মাধ্যমে খুঁজে নেওয়া যায়।
মনে রাখতে হবে, এ ধরনের পরীক্ষা আসলে কোনো সিলেবাস কেন্দ্রিক পরীক্ষা নয়, বরং জ্ঞানমূলক পরীক্ষা এবং কিছুটা সহজও। যেখানে অবশ্যই দৈনন্দিন সমস্যার মধ্যে থেকে উদ্ভাবনী শক্তি কার কতটা, তা যাচাই করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এদিনের এই আলাপচারিতায় অংশ নেন হায়দ্রাবাদ থেকে বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভট্টাচার্য, দিল্লি থেকে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান, সাউথ পয়েন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার বসু, বিশিষ্ট শিক্ষক ও গবেষক সাহাবুল ইসলাম গাজী এবং নায়ীমুল হক। অনুষ্ঠান সুদক্ষ হাতে পরিচালনা করেন অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক গণিতের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।
আগামী রবিবার বেলা সাড়ে 11 টায় অনলাইনে গুগল ফর্ম-এর মাধ্যমে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে যে অ্যাপটিটিউড টেস্ট-এর ব্যবস্থা করা হয়েছে, তাতে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে অংশ নেয়ার আরো একবার আহ্বান জানান তিনি। কোনও রেজিস্ট্রেশন-ফি ছাড়াই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন পাঁচটি বিষয়ের (ইংরেজি, অংক, লজিক্যাল রিজনিং, বিজ্ঞান, সাধারণ জ্ঞান) উপর পঞ্চাশটি mcq প্রশ্নের জন্য এই পরীক্ষায় সময় থাকবে 30 মিনিট। যে পড়াশোনা তোমরা করেছো, তার উপলব্ধি থেকেই থাকবে এর প্রশ্ন, একথা গৌরাঙ্গ বাবু জানান এদিন এক বার্তায় আলাপচারিতায় অংশগ্রহণকারী সকলকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct