আজিম সেখ,রামপুরহাট, আপনজন: রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস নারকীয় হত্যালীলায় জল অনেক দূর গড়িয়েছে। অভিযুক্ত আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ব্লক তৃনমূল সভাপতি পদে আনারুল হোসেনকে রাখা না রাখা নিয়ে পূর্বতন এক চিঠি বা মুচলেকা বা সুপারিশ পত্র প্রকাশ হয়ে পড়ে,যেখানে আনারুল হোসেন কে সভাপতি পদে রাখার সুপারিশ করে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী। এনিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ও সংবাদ মাধ্যমে জানান নানা কারণে ব্লক সভাপতি পদ থেকে আনারুল কে সরাতে চেয়েছিলাম কিন্তু আশীষ ব্যানার্জীর অনুরোধে ব্লক সভাপতির পদ থেকে সরানো হয়নি। সেই কথার রেশ কাটতে না কাটতেই মিহিলাল সেখের অভিযোগ বগটুই গ্রামে ভাদু সেখ গোষ্ঠীর সঙ্গে বিবাদ মেটানোর জন্য বহু আগেই যাওয়া হয় । কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় সেই বিবাদ মেটানোর কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ জানান তিনি। উপরন্তু আমাদের চিনতে পারেননি সেদিন, জিজ্ঞেস করছিলেন তোমাদের কোথায় বাড়ি রামপুরহাট,বগটুই? একপ্রকার লাথি মেরে সেদিন তেড়ে দেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct