জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: পুরুলিয়ার ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩ দিনের কোলের শিশুকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো ছাত্রী অনিতা মাহাত। জানা যায় বিগত ১৬ ই এপ্রিল প্রসব যন্ত্রনা নিয়ে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন জারগো গ্রামের গৃহবধূ তথা খামার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনিতা মাহাত। আর সেখানেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় অনিতা। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। কিন্তু অনিতা মাহাতর ইচ্ছে ছিল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজনকে জানায় সে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে পুলিশ প্রহরার মধ্য দিয়ে মঙ্গলবার ৩ দিনের কোলের শিশুকে সামনে রেখে হাসপাতালে একটি আলাদা কক্ষে উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দেয় অনিতা। ওই স্কুলছাত্রীর শিক্ষার প্রতি অদম্য ইচ্ছাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একইসঙ্গে স্বামী রাসবিহারী মাহাত স্ত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় সকলকে ধন্যবাদ জানান। আগামীদিনে পড়াশোনার ক্ষেত্রে স্ত্রীকে সবরকম সহযোগিতা করার কথাও জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct