সাদ্দাম হোসেন মিদ্দে, তমলুক, আপনজন: একশ দিন পূর্ণ করল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ক্যা, এনপিআর ও এনআরসি বিরোধী ধর্ণা মঞ্চ। উত্তর সোনামুই গ্রামে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি চলছে। ধর্ণা মঞ্চের একশ তম দিনে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন জান্নাতারা খাতুন। শ্লোগানে কন্ঠ মেলান আনতারা খাতুন, সুমাইয়া খাতুন, সাহিফা পারভীনরা। ধর্ণা কর্মসূচির শততম দিনে প্রতারণা নামের একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকায় অংশগ্রহণ করেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী ও ওয়েলফেয়ার পার্টির ছাত্র সংগঠন ফ্যাটারনিটি মুভমেন্টের হাওড়া জেলার সম্পাদক সাদরুল মল্লিক।এদিন ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি মনসা সেন, হাওড়া জেলা সভাপতি শেখ সিরাজ আলি। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক আমিনুল ইসলাম, তমলুক ব্লকের সভাপতি আয়াতুল্লাহ খাঁন প্রমুখ। ধর্ণা কর্মসূচির শততম দিনেও মহিলাদের উপস্থিতি ছিল সব থেকে বেশি। পাশাপাশি পুরুষ ও শিশুদের উপস্থিতি চোখে পড়ে। ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণকারী রোজাদারদের জন্য ইফতারের ব্যাবস্থা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct