আজিম শেখ,রামপুরহাট, আপনজন: রামপুরহাট থানার তৎপরতা এবং স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাতের সহযোগিতায় কলকাতা বেলেঘাটার একটা পরিবার ফিরে পেল ৬৫ বছরের এক বৃদ্ধ কে। পরিবারের লোকেরা জানাই কলকাতার বেলেঘাটা থেকে ঘুরতে এসেছিলেন পরিবারের সঙ্গে গোপীনাথ মিত্র তারাপীঠ থানার বীরচন্দ্রপুর ইসকনে। বীরচন্দ্রপুরের ইসকন থেকেই বৃদ্ধ গোপীনাথ মিত্র বেরাতে যাচ্ছি বলে হারিয়ে যান। তারপর বহু খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন বৃদ্ধ গপীনাথ মিত্রকে খুঁজে পাইনি। এরপর কালকে সোমবার রামপুরাট থানার পুলিশের নজরে পড়ে সেই বৃদ্ধ, তারপর তাকে উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে আসেন রামপুরহাট থানার পুলিশ। গোপীনাথ মিত্রকে তার ছেঁড়া কাপড় বদলে ভালো কাপড় পরিয়ে দেওয়া হয় রামপুরাট থানার তরফ থেকে এবং তাকে খাবার দেওয়া হয় বলে গোপীনাথ মিত্র আমাদের জানাই। বৃদ্ধ গপীনাথ মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশে কিন্তু তার কাছ থেকে ঠিকঠাক জবাব না পেয়ে রামপুরহাটের একটা স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাতের সহযোগিতায় পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বৃদ্ধ গপীনাথ মিত্রকে রামপুরাট থানার পুলিশ । রামপুরহাট থানার পুলিশের মানবিকতার মুখ দেখে বেলেঘাটার বৃদ্ধ গপীনাথ মিত্রর পরিবার খুব খুশি এবং স্ত্রী কল্যাণী মিত্র আমাদের জানাই। তবে এ বিষয়ে রামপুরহাটের স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাতের সভাপতি নরেনচন্দ্র মন্ডল আমাদের জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct