আপনজন ডেস্ক: ষষ্ঠ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এই প্রথম হাজির হলেন দেশের শীর্ষ শিল্পপতি গৌতম আদানি। বুধবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে রাজ্যের উপযুক্ত পরিবেশের কথা তুলে ধরেন। যে লকডাউনে দেশে জিডিপি মাইনাসে গিযেছে তখন এ রাজ্যে তা বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আয় বেড়েছে চার শতাংশ। তবে, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে প্রথম দিনে বিপুল লগ্নির প্রতিশ্রুতি মিলেছে। এদিনের সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মাসহ ১৯টি দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রতিনিধি ও কূটনীতিকরা অংশ নেন।
এ ছাড়াও ছিলেন গৌতম আদানি, সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দাল,হর্ষবর্ধন নেওটিয়া, নিরঞ্জন হিরানন্দানি মতো এদেশের শিল্পপতিরা।আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে সম্মেলনে বলেন, আগামী এক দশকে পশ্চিমবঙ্গে তাঁর গোষ্ঠীর লগ্নি ১০ হাজার কোটি ছাড়িয়ে যাবে।বাংলায় আদানি গোষ্ঠীর বিনিয়োগের ফলে বিশ্বমানের বন্দর পরিকাঠামো, অত্যাধুনিক ডেটা সেন্টার, সমুদ্রের নীচের তারগুলি মহাসাগর জুড়ে সংযুক্ত হবে, ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ কেন্দ্র এবং বিশাল পরিপূর্ণতা কেন্দ্র, গুদাম এবং লজিস্টিক পার্কগুলি বিস্তৃত হবে। আদানি আরও বলেন, আমরা আদানি উইলমার ফরচুনের সম্প্রসারণ অব্যাহত রাখব, যা ইতিমধ্যে রাজ্যের একটি পরিবারের নাম। সব মিলিয়ে, আগামী এক দশকে, আমরা আশা করি যে বাংলায় আমাদের মোট বিনিয়োগ ১০,০০০ কোটি ছাড়িয়ে যাবে। আদানি বলেন, প্রস্তাবিত এই বিনিয়োগ পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রায় ২৫ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান, সজ্জন জিন্দাল বলেন, তাদের পাওয়ার প্ল্যান্ট ৯০০ মেগাওয়াটের একটি হাইড্রো-পাম্প স্টোরেজ প্রকল্প নিচ্ছে। পাশাপাশি কলকাতার একটি বিশ্বমানের রোল শপ যা ভারতে ইস্পাত কারখানাগুলিকে সরবরাহ করবে। পুরুলিয়ার বন্ধুনালা প্রকল্পে তৃতীয় একটি পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
জিন্দাল আরও বলেন, জেএসডব্লিউ কমিশন শালবনীর কাছে একটি গ্রিনফিল্ড সিমেন্ট ইউনিট এখন ব্যাপক সম্প্রসারিত হচ্ছে। এখানে একটি শিল্প শুরু ও চালানোয় আমাদের অভিজ্ঞতার ফলে নিরবচ্ছিন্নভাবে লাভজনক হয়েছে। সাপ্লাই চেইন লেবার বা ইউটিলিটি সমস্যার কারণে আমরা আমাদের প্ল্যান্টে একটিও ম্যান-ডে অপারেশন হারাইনি। অন্যদিকে, বাংলার ও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অনুরোধ করেন শিল্পতিদের বিরুদ্ধে যেন ইডি, সিবিআই না লাগানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct