অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে উদযাপন করা হলো বিশ্ব ঐতিহ্য দিবস। এই উপলক্ষ্যে এদিন ‘ ইতিহাস, ঐতিহ্য রক্ষা করা ও নিজেদের দায়িত্ব ‘শীর্ষক আলোচনায় অংশ নেন সোসাইটির সম্পাদক দীপক মন্ডল, সভাপতি তুহিন শুভ্র মন্ডল, প্রধান অতিথি মৃণাল চক্রবর্তী, বিশেষ অতিথি অমল বসু , শিক্ষক রানা সরকার । বিশ্ব ঐতিহ্য দিবসের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি অভিজিৎ সরকার, সোসাইটির বালুরঘাট ব্লক কো - অর্ডিনেটর বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ ব্লক কো - অর্ডিনেটর জুলিয়াস হাসান চৌধুরী, সদস্য নীলাদ্রি শেখর মুখার্জী, কিংকর দাস প্রমুখ। জানা গিয়েছে, এদিন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পত্রিকা ‘ ঐতিহ্য ‘ প্রথম প্রকাশিত হয়। এর আগে ১৯-২৫ নভেম্বর ২০২১ বিশ্ব ঐতিহ্য সপ্তাহে ফটোগ্রাফি ও প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারি দের স্মারক, শংসাপত্র, এবং অংশগ্রণকারি দের শংসাপত্র তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct