আপনজন ডেস্ক: নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ইতিমধ্যে ব্রিটেন, জাপান, কেনিয়া প্রভৃতি ১৪টি দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা থাকলেও আসছেন না প্রধানমন্ত্রী। এদিন রাজ্যের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন সস্ত্রীক রাজ্যপাল। নৈশভোজে বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বসে খোশ মেজাজে গল্পও করেন সস্ত্রীক রাজ্যপাল। এবারের সম্মেলনে ব্রিটেনের ৪৯জন প্রতিনিধি ছাড়াও যোগ দিচ্ছেন আমেরিকা, জাপান, চিন, রাশিয়া, নেদারল্যান্ডস, ভুটান-সহ ১৯টি দেশের প্রতিনিধিরা। এর পাশাপাশি আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদািন, এমনকী মুকেশ আম্বানিরও যোগদানের সম্ভাবনা রয়েছে। আদানি গোষ্ঠীর হাত ধরে তাজপুর বন্দর কিংবা বেলুড়ে এই বাণিজ্য সম্মেরন থেকে বড় বিনিয়োগের আশা করছে রাজ্য সরকার। বেলুড়ে ১০০ একর জমি জুড়ে একটি লজিস্টিক হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct