আপনজন ডেস্ক: উদারচেতা দেশ সুইডেনে গত বৃহস্পতিবার স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী পার্টি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পুড়িয়ে দেয়। তার প্রতিবাদ জানাতে গিয়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ নিয়ে টানা চার দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৪০ জন আহত হয়েছে।
সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, সংঘর্ষে প্রায় ২৬ জন পুলিশ ও ১৪ জন ব্যক্তি আহত হয়েছে। এছাড়া ২০টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্থ বা ধ্বংস হয়েছে।সুইডেনের জাতীয় পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ বলেছেন, নরকোপিনে রবিবারের সংঘর্ষের পর এমন সহিংস দাঙ্গা তিনি এর আগে কখনো দেখেননি। সুইডেনের লিনকোপিন এবং নরকোপিন শহরে পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে। এখানে গত শুক্রবার সংঘর্ষের সূত্রপাত ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct