সম্প্রীতি মোল্লা , কলকাতা: গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে নির্ধারিত ছিল আনিস মৃত্যুর মামলার শুনানি। তবে বিচারপতি গড়হাজির থাকায় ওইদিন কোন শুনানি হয়নি। এই নিয়ে নিহত আনিস খানের বাবা সালেম খান অসেন্তাষ প্রকাশ করেন। এমনকী সেই অসন্তোষের কথা তিনি সাংবাদিকদের জানিয়ে দেন। তিনি এ নিয়ে বলেছিলেন, বিচারপতি শারীরিকভাবে অসুস্থ হলেন নাকি মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য চাপ দেওয়া হল আমি জানি না। সেই মন্তব্যের কারণে তাকে হলফনামা জমা দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এই বিষয়টি বিচারপতির কানে যাওয়ায় মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবীকে বিচারপতি নিহতের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। বিচারপতি রাজশেখর মান্থার এদিন এজলাসে বলেন, আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি নিজে সরে দাঁড়াবেন মামলার বিচারের দায়িত্ব থেকে। কেন না আনিসের বাবা যে আদালতের কাছে বিচার চাইতে এসেছেন, সেই আদালতেরই অবমাননা করেছেন'।
তবে আনিসের বাবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিচারপতিকে মামলা না ছাড়ার অনুরোধ করেন। তিনি যুক্তি হিসাবে এদিন বলেন, সালেম এক জন সাধারণ মানুষ। তিনি উচ্চশিক্ষিত নন। কোনও রাজনৈতিক ব্যক্তিও নন তিনি। পুত্রকে হারিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে আইনের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে।' যদিও এতে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি।
বিচারপতি জানান , মামলাকারীর মন্তব্য আদালত অবমাননার সামিল'। তবে শেষপর্যন্ত রাজ্যে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে বিচারপতিকে জানান , -মামলাকারী কাছে এমন মন্তব্য আশা করা যায় না ঠিকই। তবে দয়া করে আপনি মামলাটি ছেড়ে দেবেন না।' রাজ্যের এজির এহেন অনুরোধে মামলাটি শুনতে রাজি হন বিচারপতি রাজাশেখর মান্থার। সেইসাথে নির্দেশ দেন, সালেমকে হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct