অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: চিকিৎসা ব্যবস্থার গতি আনতে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে বাড়ছে সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা। চিকিৎসার পরিসেবার মান আরো বৃদ্ধি করতে প্রায় ৫০ বেডের নতুন করে সিসিইউ ইউনিট তৈরি করা হবে জেলা সদর হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা ২৪।খুব দ্রুত কাজ শুরু করে দেয়া হবে বলেই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।কাজ শেষ হওয়ায় পরেই রোগীদের জন্য খুলে দেওয়া হবে বর্ধিত শয্যার সিসিইউ ইউনিট। অন্যদিকে নতুন করে ৫০ বেডের সিসিইউ ইউনিট তৈরির ফলে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেয়া যাবে বলেই মনে করছেন জেলার চিকিৎসক মহল। ফলে স্বভাবতই খুশি জেলাবাসী। এবিষয়ে বালুরঘাট সদর হাসপাতালে সুপার পার্থসারথি মন্ডল জানান, ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির প্রপোজাল দপ্তরে পাঠানো হয়েছিল। দপ্তর তা গ্রহণ করেছে। এবং এই কাজ দ্রুত শুরু হবে। আগের চব্বিশটি সাথে নতুন ৫০ টি বেড যুক্ত হওয়ার ফলে প্রায় ৭৪ টি বেডের সংখ্যা দাঁড়াবে। শীঘ্রই কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct