সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক কিওশি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে ‘২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২’ হলো গত ১৬ই ও ১৭ই এপ্রিল, ২০২২ তারিখে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত হয়েছিল। এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে । এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ম শ্রী স্বপন ব্যানার্জি মহাশয়। ৭ জন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক ও প্রায় ৮০ জন জাতীয় বিচারকের দ্বারা প্রতিযোগীতাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। সাব-জুনিয়র, ক্যাডেট, জুনিয়র, আন্ডার ২১ এবং সিনিয়র বিভাগের কাতা, কুমিতে, টিম কাতা এবং টিম কুমিতে মিলিয়ে সর্বমোট ১০৫ টি ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়। বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৬ টি পদক (২ টি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোন্জ) জয়লাভ করে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct