দেবাশীষ পাল,মালদা,আপনজন: তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ আর এরই প্রতিবাদে থানায় হাজির হলেন তৃণমূলের নেতাকর্মীরা। নিরীহ মানুষকে যাতে কোনো মামলায় না জড়ানো হয় সেই দাবিকে সামনে রেখে মালদার মানিকচক থানার সামনে বিক্ষোভ স্লোগান এর মধ্য দিয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতাকর্মীদের। গোটা ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ায় মানিকচক থানা চত্বর জুড়ে।অকারণে কাউকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই দাবি তুলে আইসির দ্বারস্থ তৃণমূলের নেতাকর্মীরা।
মানিকচক থানার অন্তর্গত গোপালপুর এলাকায় দিনকয়েক ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে।গোটা পরিস্থিতিতে এলাকায় আইন-শৃঙ্খলা অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ তৎপরতার সাথে আসরে নেমেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, গোটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আট জনকে আটক করেছে। এই আটজনের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও কয়েক সাধারণ মানুষ বলে জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। গোটা পরিস্থিতিতে নিরীহ মানুষদের যাতে গ্রেফতার না করা হয় সেই দাবির সামনে রেখে সোমবার থানায় রীতিমতো হাজির হয় শতাধিক তৃণমূলের নেতাকর্মীরা। দলীয় পতাকা হাতে থানার সামনে জমায়েত হয় তৃণমূল কর্মী সমর্থকরা ।উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদ্বীপ সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান, সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও দলীয় কর্মী সমর্থকরা। মুখে স্লোগান দিতে দিতেই থানায় প্রবেশ করে তৃণমূলের নেতাকর্মীরা। আইসি অক্ষয় পালের সাথে দেখা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল। তৃণমূল নেতা সমদ্বীপ সরকার জানান, গোপালপুরে জমি নিয়ে গন্ডগোল চলায় দলীয় কর্মীদের ধরপাকড় করছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct