মহামেডান স্পোর্টিং-১ (মার্কাস জোসেফ।) নেরোকা এফসি-১(মেন্ডি।)
মোস্তাফিজুর রহমান,কল্যাণী,আপনজন: আইলগের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে গেলে ম্যাচটা জিততে হতো মহামেডান স্পোর্টিংকে। কিন্তু, কোথায় কি! সোমবার কল্যানীতে ১-১ গোলে ড্র করে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো সাদাকালো ব্রিগেডকে। তবে, শেষ মূহুর্তে নেরোকার একটি শট বারে না লাগলে এক পয়েন্টও জুটতো না সাদাকালো বাহিনীর। অথচ ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল প্রতিপক্ষকে ছিঁড়ে খাবে ব্ল্যাক প্যান্থার্স’রা।ম্যাচের দু মিনিটেই মার্কাস জোসেফের আশ্চর্য মাটি ঘেঁষা হেডে এগিয়ে যায় মহামেডান (১-০)। কিন্তু, ম্যাচের ১৩ মিনিটে আচমকা জটলার ভিতর থেকে আসা একটি আপাত নিরীহ একটি শট তালুবন্দী করতে পারলেন না মহামেডান কিপার মিঠুন সামন্ত।হাত থেকে বেরিয়ে গেলে তা গোলে ঠেলতে ভুল করেননি নেরোকার বিদেশী খেলোয়াড় মেন্ডি (১-১)। এরপর ২০ মিনিটে আশির আখতারের মারাত্মক ভুল কাজে লাগাত পারেননি মেন্ডি।তাহলে তখনই এগিয়ে যেত নেরোকা।তবে, মহামেডানও বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা থেকে গোল হয়নি। ফলে চ্যাম্পিয়শীপ এর লড়াই কঠিন হয়ে গেলো মহামেডানের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct