আপনজন ডেস্ক: কখনও কখনও, কোনও ব্যক্তির দ্বারা ছোট ছোট কাজ মানবতার প্রতি নিজের বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে। এমনই সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক কাজ সম্প্রতি মুম্বাইয়ের এক মহিলা দেখিয়েছেন যা সোশ্যাল মিডিয়া জুড়ে সবার মন জয় করে নিযেছে। এই সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করা ওই্ হিন্দু মহিলাটির নাম প্রিয়া সিং। মুম্বাই বিমানবন্দর থেকে উবেরে ফেরার পথে এক মুসলিম ড্রাইভারকে গাড়ি থামিয়ে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। আর এই সহানুভূতির জন্য তিনি বাহবা কুড়াচ্ছেন। তবে বিষয়টি প্রিয়া সিং নিজেই প্রথম প্রকাশ্যে আনেন।
প্রিয়া সিং তার লিঙ্কডইন পেজে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি একটি ক্যাবে বসে আছেন এবং চালক পিছনের সিটে নমাজ পড়ছেন। পোস্টে প্রিয়া সিং লেখেন, ‘আমি বিমানবন্দর থেকে একটি উবের নিয়ে যাচ্ছিলাম। ১০ মিনিট যাওয়ার পরে ড্রাইভারের মোবাইলে আজান বেজে ওঠে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি ইফতার করেছেন কিনা। তিনি উত্তর দেন, হ্যাঁ রাস্তাতেই আজ ইফতার হয়েছে, কারণ ভাড়ায় ছিলাম। তখন আবার জিজ্ঞাসা করি আপনি কি নামাজ পড়তে চান। তিনি বলেছিলেন, নামাজ পড়তে কি পারব? আমি তখন রাস্তার পাশে গাড়িটি পার্ক করেছিলাম। আমি সামনের সিটে বসি আর তাকে পিছনের সিটে প্রার্থনা করতে দেই।’ তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা আমাকে এই ধরনের ভালবাসার কথা শিখিয়েছেন। পরিশেষে লেখেন, আমরা সম্প্রীতি নিয়ে অনেক কথা বলি। তবে মানবতার মৌলিক বিষয়গুলিকে উৎসাহিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct