সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: বালি মাফিয়াদের দৌরাত্ম অব্যাহত বাঁকুড়ার বিষ্ণুপুরে। চলতি সময়ে অভিনব পন্থা অবলম্বন করে চলছে বালি পাচার। স্থানীয়দের দাবি, স্থানীয় দ্বারকেশ্বর নদী থেকে ‘ওভারলোডেড’ ডাম্পার বোঝাই বালি সরাসরি চলে আসছে বিষ্ণুপর ভগৎ সিং মোড়ে। সেখানেই ব্যস্ততম রাজ্য সড়কের উপরেই একটি ডাম্পার থেকে অন্য একটি ডাম্পারে অতিরিক্ত বালি খালি করে দেওয়া হচ্ছে। এমনকি ঐ রাস্তার উপরেও বালি জমা করা হচ্ছে। যা পরবর্তী সময়ে ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন সরকারী কর ফাঁকি দেওয়ার অভিনব পন্থা ফেঁদেছে বালি মাফিয়ারা, তেমনি অন্য দিকে রাস্তার উপর বালি জমা করার কারণে বাড়ছে দূর্ঘটনার আশঙ্কা বলে অভিযোগ। যদিও বিষ্ণুপুরের পৌর প্রধান গৌতম গোস্বামীর সাফাই তিনি এবিষয়ে কিছুই জানেননা। তবে অভিযোগ পেলে খোঁজ খবর নেবেন বলে জানিয়েছেন। পুরো বিষয়টি শাসক দল ও প্রশাসনের মদতে হচ্ছে দাবি বিজেপির। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নীরজ কুমারের দাবি, দ্বারকেশ্বর থেকে ‘সুপার ওভারলোডেড’ বালি বিষ্ণুপুরে আসছে। সেখান থেকে ভাগ করে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct