মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: রমজান মাস করতে আকাশছোঁয়া ফলের দাম পাল্লা দিয়ে বাড়ছে আপেল, আঙ্গুর, বেদানা, শসা সহ বিভিন্ন ফলের দাম। নদীয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া, করিমপুর,নাজিরপুর, নাকাশিপড়া সহ বিভিন্ন ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফলের দাম। কয়েক দিন আগে শসার দাম ছিল ২০ থেকে ৩০টাকা। রমজান মাস উপলক্ষে তার দাম ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি। শুধু মাত্র ফলের দাম বৃদ্ধি নয় দাম বেড়েছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের। যার ফলে খেটে খাওয়া মানুষের চরম দুর্দিনে। চাপড়া থানার বাসিন্দা মহ: আজাদ সেখ জানান, গত কয়েকদিন আগে তরমুজ দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। সেই তরমুজ রমজান মাস পড়তে দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা কেজি। চাপড়া থানার হাঁটরা বাজারের ফল ব্যবসায়ী ফারুক ইসলাম জানান, এখন ফলে দাম প্রায় ৫০ টাকা বেড়ে গেছে। আমাদের ব্যবসায় করতে সমস্যা হচ্ছে।
আপেলের দাম ২৫০ কেজি, আঙ্গুর ১৫০ কেজি সহ বিভিন্ন ফলের দাম আকাশছোঁয়া। যদিও রমজান মাস পড়তেই ফল ও শাকসবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের নাজেহাল। রমজান মাস ফলের দাম আকাশছোঁয়া ফল কিনতে গিয়ে রোজাদারদের মাথায় হাত। গ্রামের মানুষ সাধারণত দিনমজুর দিন আনে দিন খায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে মাথায় হাত। রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় সুফল বাংলা স্টল উদ্বোধন করলেও গ্রামবাংলায় তার কোনো দেখা নেই। সাধারণত গ্রামের মানুষ চড়া দামে ইফতার সামগ্রী কিনে খেতে হচ্ছে। রমজান মাসে ইফতার সামগ্রী কি আগুন ছোঁয়া দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ মানুষ। সরকারের ঘোষণা প্রথম থেকে চিনি ছোলা অন্যান্য সামগ্রী দোকান ছাড়া এমন কিছু দাম কম নয় বলে মনে করছে স্থানীয় সংখ্যালঘুরা। যদি গ্রাম বাংলার দিকে সুফল বাংলা স্টল থাকে তাহলে হয়ত উপকৃত হবে গ্রামের মানুষ, এমনটাই তাদের ধারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct