আজিম শেখ,রামপুরহাট,আপনজন: বগটুই কাণ্ডের পর থেকে রামপুরহাটে রয়েছে সিবিআই। পুলিশ প্রশাসনের যথেষ্ট সচেতন হলেও পুলিশ ও সিআইডির চোখে ধুলো দিয়ে সিআইডি পরিচয় দিয়ে খাঁকি ইউনিফর্ম পরে দিনে দুপুরে রামপুরহাটের ব্যাস্ততম রাস্তায় ছিনতাই। এমনই অভিযোগ করলেন রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহন্নলা আনারকলি খাতুন। ইনি রামপুরহাটে বৃহন্নলা মাসি হিসাবে পরিচিত সকলের কাছে। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের সবথেকে ব্যস্ততম পাঁচমাথা মোড় থেকে কিছুটা দূরে ডাকবাংলা যাওয়ার রাস্তায়। উনি বলেন টোটাল সাড়েচার ভরি সোনা এবং নগদ ১৫০০০ টাকা আমার ছিনতাই করে নিয়েছে। এরপরেই তিনি অভিযোগ জানাতে রামপুরাট থানায় যান, রামপুরহাট থানার পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন এরপর সিসিটিভি ফুটেজ উনাকে দেখানো হবে বলে আমরা জানতে পারি। তবে রামপুরহাট থানার পুলিশ উনার বক্তব্য অনুযায়ী তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct