সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: একদিকে পেট্রোল ডিজেল রান্নারগ্যাস সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। অন্যদিকে আলু বেগুন পটল শাক সবজি মাছ মাংসের বাজারে অগ্নিমূল্য।বাজার মূল্য বৃদ্ধির গেরোই হাঁকপাঁক করছে আম বাঙালি। অগ্নিমূল্য বাজার দর এই সুযোগ বুঝে বেশ কিছু অসাধু ব্যবসায়ী ফোঁড়ে দালাল শুরু করেছে দৌরাত্ম্য। বাজার দরকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে ।সাধারণ মানুষের সুরাহা দিতে আজ পথে নামলো এনফর্সমেন্ট ব্রাঞ্চ ট্রাক ফোর্সের সদস্যরা। শনিবার বাঁকুড়ার চকবাজার, দশেরবাঁধ বাজার, মনোহরতলা বাজার, কৃষক বাজার, লালবাজার সহ মোট সাতটি বাজারে এনফর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা একযোগে তিনটি দলে ভাগ হয়ে বিভিন্ন বাজারে অভিযান চালান। ক্রেতা বিক্রেতা সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন। খতিয়ে দেখে বেশ কিছু অসাধু ব্যবসায়ী কে হাতেনাতে ধরেন তারা ।যারা ক্রয় মূল্য প্রায় দ্বিগুণ দামে আলু সহ বিভিন্ন শাক সবজি ও মাংস বিক্রি করছিলেন। তবে আজ অবশ্য সচেতন করে ছেড়ে দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে, মানুষকে দ্রব্যমূল্য বৃদ্ধি ছ্যাকা থেকে বাঁচাতে এই অভিযান বলেই দাবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct