দেবাশীষ পাল,মালদা,আপনজন: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী অথবা আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিল কর্তৃপক্ষ। যদিও জরুরী কালীন মুমুর্ষ রোগী সংকটজনক অবস্থায় থাকলে সেক্ষেত্রে এসব পরিচয় পত্রের প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়া সাধারণ রোগীরা মেডিকেল কলেজের আউটডোরে গিয়ে চিকিৎসা করানোর পর যদি এমআরআই , ডিজিটাল এক্সরে অথবা পিপিই মডেলের অন্যান্য চিকিৎসা পরিষেবার সুযোগ পেতে চান , সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ড বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শনিবার থেকে মেডিকেল কলেজে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হন । এছাড়াও আউটডোরে দিনে গড়ে অন্তত ৩০০ থেকে ৪০০ রোগী বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পান । সেই সব ক্ষেত্রে রোগীদের নির্দিষ্ট পরিচয় নথিভূক্ত করে রাখার জন্যই স্বাস্থ্য সাথী কার্ড অথবা আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারি চিকিৎসা পরিসেবা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় রোগী ও তার আত্মীয়েরা নিজেদের নাম অথবা ঠিকানা সঠিক ভাবে বলতে পারেন না। রোগীর বয়স নিয়েও অনেক সময় নানান জটিলতা সৃষ্টি হয়। সে ক্ষেত্রে এই সরকারি পরিচয় পত্র থাকলে সমস্যার সমাধান হবে।মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: পুরঞ্জয় সাহা জানিয়েছেন জরুরী কিছু ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার জন্য ছাড় দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct