গরম
সাঈদুর রহমান
_______________
গুমোট গরম পড়ছে দেশে
ঘামে ছুটছে নদী
শরীরটা খুব আরাম পেতো
বৃষ্টি হতো যদি।
কৃষক পেতো আকাঙ্ক্ষার জল
সোনা ফলতো দেশে
তৃপ্তির ঢেঁকুর ছাড়তে ছাড়তে
চলতো মাঠে হেসে।
অবুঝ কিশোর নদীর জলে
সাঁতার কাটতো সুখে
জগতের সব শান্তির বাণী
সঞ্চয় করতো বুকে।
সুখ আর শান্তি কথার কথা
শহর বন্দর গরম
ভালো কিছু পেতে হলে
সর্বত্রই হয় নরম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct