নিজস্ব প্রতিবেদক,মালদা,আপনজন: প্রতি বচরের মতো এছরও আজমাল ফাউন্ডেশন ও ঈসা ফাউন্ডেশন-এর সহযোগিতায় অহসায় দু:স্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি করলেন মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু চেয়ারম্যান নজরুল ইসলাম। গোটা জেলায় ১২টি শিবির করে খাদ্যসামগ্রী বিলি করা হবে। প্রায় ১৫ হাজার দু:স্থকে খাদ্য সামগ্রী বিলি করার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যে গত মঙ্গলবার সুজাপুরে প্রথম শিবির অনুষ্ঠিত হয়। এবিষয়ে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ধর্ম-বর্ণ-নির্বিশেষে প্রতি বছর হাজার হাজার অসহায় পরিবারে রমজান মাসে ফুড প্যাকেট ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করে থাকি। সেই মতো এবারেও আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে সারা মালদা জুড়ে বেশ কয়েকটি শিবিরের মাধ্যমে প্রায় ১৫ হাজার অসহায় পরিবারের কাছে পৌঁছনোর লক্ষ্য রেখেছি। ইতিমধ্যে আমরা যথাযথ কোভিড বিধি মেনে এবং প্রশাসনিক আইন পালন করে সুজাপুর ও চাঁচলে সুষ্ঠভাবে দুটি ক্যাম্প সফল ভাবে অনুষ্ঠিত করেছি।’ পুলিশের এস আই মৌসুমী রায় মল্লিক একটি কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct