আপনজন ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইউক্রেনকে সতর্ক করে দিয়ে আরো বলেছে, রাশিয়ায় ইউক্রেনীয় ‘সন্ত্রাসী হামলা’ বা ‘নাশকতার কাজ’ বিবেচনা করে প্রতিশোধের জন্য এ ধরনের হামলা তীব্রতর হবে। রাশিয়ার দাবি, কিয়েভ শহরের একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই কারখানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইউক্রেনের কারখানায় ‘দীর্ঘ-পাল্লার এবং মাঝারি-পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন ও মেরামতের সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct