আপনজন ডেস্ক: বিশ্বকাপের বাকি আরও ৭ মাস। অংশগ্রহণকারী ৩২ দলও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘কে জিতবে কে হারবে’র হিসাব। ইএসপিএন যেমন বলছে এবারের আসরের শেষ ষোলো থেকে বাদ পড়বে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হতাশ করলেও সেলেসাও ভক্তদের মন ভাঙেনি ইএসপিএন। তারা বলছে কাতার থেকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা নিয়েই দেশে ফিরবে ব্রাজিল।২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। রবার্ট লেভাদোভস্কির পোল্যান্ড ছাড়া বাকি দুই দল আর্জেন্টিনাকে কোনো সমস্যায় ফেলতে পারবে বলে মনে হয় না।
‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই পরের রাউন্ডে যাবার সম্ভাবনা প্রবল টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার। ইএসপিএনের বিশ্লেষণেও বলা হচ্ছে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে রাউন্ড অব সিক্সটিনে ধরা খাবে মেসিরা। ইএসপিএন বলছে ‘ডি’ গ্রুপে চমক দেখাবে ডেনমার্ক। ফ্রান্সকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। ফ্রান্স নিজেদের গ্রুপে দ্বিতীয় আর আর্জেন্টিনা নিজেদের গ্রুপে প্রথম হলে শেষ ষোলোতে দেখা হবে তাদের। ইএসপিএনের দাবি, এবারও গত বিশ্বকাপে শেষ ষোলোর পুনরাবৃত্তি ঘটবে। গতবার ৪-৩ গোলে মেসিদের বিদায় করেছিল ফ্রান্স। এবার নাকি ২-১ গোলে হারবে আর্জেন্টিনা। ব্রাজিল কীভাবে আগাবে? ইএসপিএন বলছে সেলেসাওরা ‘জি’ গ্রুপে সেরা হয়ে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালে পড়বে স্পেনের সামনে। ম্যাচে ২-১ গোলে জিতবে নেইমাররা। অন্য কোয়ার্টার ফাইনালে জার্মানি একই ব্যবধানে হারাবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। অর্থাৎ সেমির আগেই দুই মহাতারকা মেসি-রোনালদোর বিদায় লিখে ফেলেছে ইএসপিএন! সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে যাবে ব্রাজিল। অন্য সেমিতে ইংল্যান্ড-জার্মানির ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ জিতবে ইংল্যান্ড। তবে ১৯৬৬’র পর আরেকবার বিশ্বকাপ ট্রফিতে চুমো খাওয়ার সৌভাগ্য হবে না থ্রি লায়নদের। ১-০ গোলে জিতে ব্রাজিল ঘরে তুলবে ষষ্ঠ বিশ্বকাপ। খেলোয়াড়দের ব্যক্তিগত রেটিং ও দলের পারফরম্যান্স মিলিয়ে প্রতিটি জাতীয় দলকে একটা রেটিং দেয়ার মডেল তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান ‘টোয়েন্টি ফার্স্ট গ্রুপ’। বিশ্বকাপ ইতিহাসে কোন দল গড়ে কত গোল হজম করেছে আর কতটি দিয়েছে, সর্বশেষ দুই বিশ্বকাপে দলগুলোর গোল খাওয়া-দেয়ার হিসাব; আক্রমণে ওঠার ক্ষেত্রে কোন দল দ্রুতগতিতে ওঠে সেসব গ্রহণ করেই এই ভবিষ্যদ্বাণী করেছে ইএসপিএন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct