সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: সাম্প্রতিক সময়কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ঘটনা ঘটেছে।তবে বিগত বাম আমলের মতন এই তৃণমূল সরকারের আমলেও মাওবাদীদের বাড়বাড়ন্ত ক্রমশ বাড়ছে। গোয়েন্দাদের রিপোর্ট সেইরকমই।সেজন্যই হয়তো আগামী পনেরো দিনের জন্য জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হল । এতটাই জঙ্গলমহলে গন্ডগোলের আশংকা করছেন গোয়েন্দারা, তাতে পনেরো দিনের জন্য সমস্ত পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে। এমনকি যারা ছুটিতে গেছিলেন তাঁদেরও শুক্রবার নিজ নিজ থানায় যোগ দিতে বলা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে প্রকাশ , কেন্দ্রীয় গোয়েন্দা (আইবি) সূত্রে রাজ্য পুলিশ কে সর্তক করা হয়েছে যে, এই পাক্ষিক সময়ের মধ্যে বড় ধরণের নাশকতার ছক করা হয়েছে জঙ্গলমহলে।তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এর জঙ্গলমহল অধ্যুষিত থানা গুলি বাড়তি সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কার জেরেই এই হাই অ্যালার্ট। গত ৮ ই এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া জেলাগুলির একাংশ প্রায় স্তব্ধ হয়েছিল । এরপর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। এই তিন জেলায় জঙ্গলমহল এলাকাতেও শুরু হয়েছে জোরদার তল্লাশি।এই ধরনের মাও নাশকতার আশংকা নিয়ে জেলা পুলিশ কিছু বলতে চায়নি। মাওবাদীদের ডাকা বনধের আগের দিনই তাজা ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল ঝাড়গ্রামের শালবনীতে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ওই ল্যান্ডমাইনটি পোতা হয়েছিল বলে জানিয়েছিল জেলা পুলিশ ও সিআরপিএফ কর্তৃপক্ষ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct