আপনজন ডেস্ক: বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনের ভোট গণনা আজ। আজকের ফলাফলের উপর নির্ভর করছে আগামীতে রাজ্যের বিরোধী দলগুলির ভবিষ্যৎ। বিশেষ করে বিজেপির। কারণ, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে সেখানকার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় পদত্যাগ করায়। যদিও সেই দলত্যাগী বাবুল সুপ্রিয় আবার বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। তবে, যেহেতু বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি ততটা আলোচিত না হলেও আলোচনার মূলে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। একদা বাম ঘাঁটি বলে পরিচিত আসানসোলে ২০১৪ সালে সিপিএমের বংশগোপাল চৌধুরিকে হারিয়ে সেখানে পদ্মফুল ফোটে। কিন্তু পদ্ম ফোটানো ব্যক্তি তৃণমূলে চলে আসায় পরিস্থিতি পাল্টে গেছে। সেখানে আবার তৃণমূরে হয়ে লড়ছেন বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা। সুতরাং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সেই আসন ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদিও সেখানে সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডিও রয়েছেন। আর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুলের বিপরীতে লড়ছেন নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম, কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী ও বিজেপির কেয়া ঘোষ। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। বালিগঞ্জের ভোটগণনা হবে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে। দুই কেন্দ্রেই সর্বোচ্চ ১৯ রাউন্ডের গণনা। কেন্দ্রের বাইরে কড়া নিরপত্তা। স্ট্রংরুম থেকে ইভিএমও গেছে গণনাকেন্দ্রে। সিটিভি নজরদারির মধ্যে চলবে ভোট গণনার কাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct