সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: বাংলা বর্ষ বরণের প্রাক্কালে অসহায় শিশুদের জন্য কলকাতার বেহালা ঠাকুরপকুর এলাকায় ‘সু-সম্পর্ক’ সংগঠন কে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল । স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সু-সম্পর্ক’ সবসময়ের মতো বৃহস্পতিবারও ঠাকুরপুকুর এলাকার ২৫ জন অসহায় শিশুদের নিয়ে পালিত হল আগাম বর্ষবরণ অনুষ্ঠান এবং ওদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামাকাপড় সহ উপহার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’ প্রকল্পের মূল ট্রেনার মৌসুমী মজুমদার পাল । অনুষ্ঠান শেষে এই সংস্থার সম্পাদক শ্রী অরবিন্দ সিংহ জানান বিগত ৩ বছর থেকে আমরা ঠাকুরপুকুর অঞ্চলের কয়েকজন যুবক-যুবতী নিজেদের পকেটের টাকা এবং কিছু সমাজসচেতক মানুষের সহায়তায় স্বীকৃত এই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুস্থ শিশুদের নিয়মিত পঠন পাঠন এবং অগণিত শিশুসহ অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও জীবনদায়ী ওষুধ সারাবছর দিয়ে থাকি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct