সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ,রামপুরহাট,আপনজন: বৃহস্পতিবার ভারতের সংবিধান প্রনেতা ড. বি আর আম্বেদকরের ১৩১ তম জন্ম দিবস সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের নানা প্রান্তে মহা সমারোহে পালিত হয়। দিনটির স্মরণে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট হাইস্কুল মাঠ থেকে একটি শান্তি ও সম্প্রীতির মিছিল বের হয় এবং শহর পরিক্রমার পর বগটুই এর উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য গত ২১ শে মার্চ অভিশপ্ত রাতে, যেখানে শিশু মহিলাদের অগ্নিদগ্ধ ঘটিয়ে খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে সরব হয়ে ওঠে। অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও এদিন ড. বি আর আম্বেদকরের জন্ম দিনকে সামনে রেখে শান্তি সম্প্রীতি ও শিক্ষার বার্তা তুলে ধরা হয়। সেই বার্তায় সামিল হতে প্রখর রৌদ্র মাথায় নিয়ে এবং রোজা তথা উপবাস পালন কারীদের পাশাপাশি আদিবাসী সহ সমস্ত স্তরের পুরুষ,মহিলা থেকে কচিকাঁচার দল ও পদযাত্রায় যোগদানের চিত্র দেখা যায়। বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম জানান, যে এই মিছিল নিয়ে তারা মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরবেন, একই সঙ্গে গ্রামবাসীদের কাছে বর্তমান প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে আবেদন করবেন। পাঁচ দশজনের জন্য গোটা গ্রাম কে গ্রাম খারাপ বলা চলে না।অভিশপ্ত সেই নিশুতি রাতের ঘটনার ছাপ পড়েছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। বগটুই গ্রামের মানুষজন ও সেই কালো দিনের ছায়া দেখতে রাজি নয়, তারাও চান এই গ্রাম থেকে ডাব্লিউ বি সি এস,আই পি এস সহ বিভিন্ন স্তরে গ্রামের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে উঠুক। কারণ শিক্ষাই হচ্ছে সমাজ গঠনের মূল মন্ত্র। সংগঠনের পক্ষ থেকে চলমান পাঠশালার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। সেই সাথে এদিন শিক্ষা সামগ্রী ও বিতরণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানা যায়। ডঃ বি আর আম্বেদকরের বানী সহ বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে মিছিলের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরময়। রাজ্য সভাপতি শামিরুল ইসলাম ছাড়া ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষিকা মনীষা ব্যানার্জী, শিক্ষক নুরুল হক, সেখ রিপন সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ থেকে শুরু সর্বস্তরের সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct