সাদ্দাম হোসেন মিদ্দে,কলকাতা,আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে অবৈধভাবে চলছে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের কাজ। সরব হলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। ব্যাবস্থা গ্রহনের আর্জি জানিয়ে পরিবেশ মন্ত্রীকে চিঠি দিলেন তিনি। রাজ্যের পরিবেশ মন্ত্রী রত্না দে নাগের দফতরে ১১ এপ্রিল লেখা চিঠিতে তিনি জলাভূমি ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। পাশাপাশি কোলকাতা লেদার কমপ্লেক্স থানায় অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে এফআই আর দায়ের করেছেন নওসাদ। এফআইআর-র প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি ও কোলকাতার পুলিশ কমিশনারের কার্যালয়ে।
উল্লেখ্য ভাঙড় বিধানসভা এলাকার ব্যাওতা ১ ও ২ নম্বর ও বামনঘাটা অঞ্চল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের আওতাধীন। রামসার আওতাভুক্ত পরিবেশ সংরক্ষিত এলাকা। এই এলাকায় জলাভূমি ভরাট সম্পূর্ণ ভাবে বেআইনি। অথচ অভিযোগ জলাভূমি ভরাট করেই চলছে অবৈধ নির্মাণ। এক্ষেত্রে শাসক দলের নেতারা যুক্ত বলে অভিযোগ করছে আইএস এফও বাম নেতৃত্ব। নওসাদ সিদ্দিকী পরিবেশ মন্ত্রীকে লেখা চিঠি নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন বুধবার। সেখানে তিনি বলেন, “ ভাঙড়ের বিস্তীর্ণ এলাকার জলাভূমি বুজিয়ে মাটি মাফিয়ারা দখল করছে। কৃষি জমি ও মেছোঘেরি থেকে বেআইনি ভাবে মাটি কেটে জলাভূমি ভরাট করা হচ্ছে। শাসক তৃণমূল কংগ্রেস নেতাদের মদদে এসব চলছে।” তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে শাসক দলের কোনও নেতার কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct