নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: ২০২৩ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পাঞ্জাব জয়ের পর এবার বাংলায় নজর আপের। চলছে একের পর এক সদস্য সংগ্রহ অভিযান ও পোস্টারিং।বুধবার থেকে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে ক্যাম্প করে সদস্য সংগ্রহের কাজ শুরু করেন মালদা জেলার আপের কর্মীরা।বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন।দুই দিন ধরে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দলের কর্মী থেকে শুরু করে ভোটাররা ক্যাম্পে নাম লেখাতে ছুটে আসেন।হরিশ্চন্দ্রপুরে আপে যোগদানের উৎসাহ দেখে অস্বস্তিতে পড়েন শাসক দল।
এক গৃহশিক্ষক রাহুল আমীন জানান,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আম আদমি পার্টিতে যোগদান করেন।কেজরিওয়াল দিল্লিতে পানীয় জল থেকে শুরু করে বিদুৎ বিল পর্যন্ত জনসাধারণের জন্য সস্তা করে দিয়েছেন।একের পর এক জনকল্যাণমূলক কাজ করে চলেছেন তিনি।বাংলার মানুষ সেইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নতুন বাংলা নির্মাণের লক্ষ্যে আপের প্রয়োজন রয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধান সভার এক সক্রিয় আপ কর্মী হাবিব খান জানান বুধবার থেকে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন।অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট চার শতাধিক মানুষ স্বেচ্ছায় ক্যাম্পে এসে নাম লিখিয়েছেন। দুই দিন ধরে হরিশ্চন্দ্রপুরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, পাঞ্জাব বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের দল আম অঅদমি পার্টির বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপের পোস্টার দেকো যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct