আপনজন ডেস্ক: চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান। আইপিএলের ২৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। ফলে চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হারলো রোহিতের মুম্বাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে হারের পর মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে হতাশাটা স্পষ্ট। আইপিএলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল মুম্বাই, এ মৌসুমে এখন পর্যন্ত জয়শূন্য। মুম্বাইয়ের আরেকটি হারের দিনে রোহিত ছুঁয়েছেন ব্যক্তিগত এক মাইলফলক। টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছুঁয়ে ফেললেন মুম্বাই ও ভারত অধিনায়ক। ৯৯৭৫ রান নিয়ে কাল পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন রোহিত। ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলার পথে কাগিসো রাবাদাকে ইনসাইড-আউটে ছয় মেরে পূর্ণ করেছেন ১০ হাজার। এ মাইলফলকে যেতে রোহিতের লাগল ৩৭৫ ম্যাচ। রোহিত এ কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয়। এর আগে যেটি ছুঁয়েছিলেন বিরাট কোহলি। ৩৩১ ম্যাচে ১০৩৮০ রান ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের তালিকায় সবার ওপর আছেন ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান তাঁর। দুইয়ে থাকা শোয়েব মালিকের সঙ্গেই গেইলের পার্থক্য প্রায় ৩০০০ রানের। ৪৭২ ম্যাচ খেলে মালিকের রান ১১৬৯৮। তালিকায় তিনে থাকা কাইরন পোলার্ড অবশ্য ১১৪৮৪ রান করতে খেলেছেন ৫৮৬টি ম্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct